৪২ পক্ষের উপস্থিতিতে আরজিকর মামলার সুপ্রিম শুনানি সোমবার
আগামীকাল সোমবার ফের আরজিকর মামলা উঠছে সুপ্রিমকোর্টে। আর সেই মামলা সকালে ওঠার থাকলেও মামলা উঠবে দুপুরে এমনটাই খবর। শীর্ষ আদালত সূত্রে খবর, সোমবার দুপুর ২টোয় মামলাটি শুনবে আদালত। আগেকার মতো প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চের তালিকায় ৪২ নম্বরে মামলাটি উঠবে।
এই মামলায় প্রায় ৪২টি পক্ষের নথিভুক্ত আইনজীবীর সংখ্যা ২০০-র বেশি এমনটাই কিন্তু খবর। গত ১৭ সেপ্টেম্বর শেষ বার আরজি কর মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানির দিন ছিল ২৭ তারিখ। ওই দিন রাজ্যের আইনজীবীর সমস্যা থাকায় শুনানি পিছিয়ে যায়। সোমবার ফের শুনানি।
কলকাতার আরজির মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার ঘিরে তোলপাড় পরিস্থিতি। মামলা হয় হাইকোর্টে। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহন করে দেশের শীর্ষ আদালত। আর গত ২০ অগস্ট সেখানে প্রথম বার শুনানি হয়। তার পর থেকে চার বার মামলাটি শুনানির জন্য ওঠে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊