Rajanya Haldar: রাজন্যার আগমনীর তিলোত্তমাদের গল্প সিনেমা নিয়ে বড় সিদ্ধান্ত !
![]() |
Rajanya Haldar |
মহালয়ার দিন মুক্তি পাওয়ার কথা তৃণমূল ছাত্র নেত্রী জনপ্রীয় রাজন্য হালদার অভিনীত এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী পরিচালিত ‘আগমনী তিলোত্তমার গল্প’ ছবিটি। আর তার আগেই দল থেকে বহিষ্কার করা হয় এই দুজনকে। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে 'দল বিরোধী কার্যকলাপ'এর কথা। আর আজ সুপ্রিম কোর্টেও ওঠে এই সিনেমা প্রসঙ্গ।
আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন, “আগামিকাল ইউটিউবে এই ঘটনার কথা উল্লেখ করে একটি ছবি মুক্তি পেতে চলেছে।” এই নিয়ে প্রধান বিচারপতি বলেন, “ছবি মুক্তি বন্ধ করতে চাইলে আইনি পন্থা নিতে হবে।”
রাজন্যারা প্রথমে জানিয়েছিলেন, আগামী ২ অক্টোবর মহালয়ার দিনে তাঁদের এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটি মুক্তি পাবে। কিন্তু রবিবার তাঁরা ইমেলে লেখেন, “বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে, বিষয়টির সংবেদনশীলতার কথা মাথায় রেখে এবং বিচারবিভাগীর প্রক্রিয়ার অংশীদার হিসাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এই মুহূর্তে স্বল্পদৈর্ঘ্যের ছবিটি প্রকাশ করব না। আমরা এই সিনেমাটির মুক্তি স্থগিত রাখছি।”
প্রসঙ্গত, তৃণমূলের যুবনেত্রী হিসেবে উঠে আসেন রাজন্যা। ছাত্র পরিষদের যাদবপুর-ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ-সভানেত্রী পদে ছিলেন তিনি। সম্প্রতি ‘আগমনী তিলোত্তমার গল্প’ নামের শর্টফিল্মের পোস্টারে দেখা যায় তাঁকে। এই ছবিরই পরিচালক রাজন্যার ঘনিষ্ঠ বন্ধু প্রান্তিক চক্রবর্তী। তিনিই লিখেছেন চিত্রনাট্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊