Latest News

6/recent/ticker-posts

Ad Code

নারীদের নিরাপত্তায় পুলিশের পিঙ্ক পেট্রোলিং ভ্যান

নারীদের নিরাপত্তায় পুলিশের পিঙ্ক পেট্রোলিং ভ্যান

Police


এবার নারীদের সুরক্ষার পাশাপাশি নারীদের নিরাপত্তায় চালু হলো পশ্চিমবঙ্গ পুলিশের পিঙ্ক পেট্রোলিং ভ্যান অর্থাৎ গুলাবি টহলদারি বাহন। শনিবার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের দপ্তর থেকে নারী নিরাপত্তায় এই পিঙ্ক পেট্রোলিং ভ্যানের শুভ সূচনা করলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস। 


এদিনের এই পিঙ্ক পেট্রোলিং ভ্যানের সবুজ পতাকা নেড়ে পুলিশ সুপার জবি থমাস ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার ডেণ্ডুপ শেরপা সহ পুলিশের বিভিন্ন আধিকারিকরা শুভ সূচনা করেন। শুভ উদ্বোধন শেষে পুলিশ সুপার জবি থমাস জানিয়েছেন, সামনে পুজোর মরশুম এছাড়াও বিভিন্ন সময় শহরের বিভিন্ন প্রান্তে যেখানে মানুষের ভিড়ভার এলাকা রয়েছে অথবা ফাঁকা যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত জায়গাতেই নারীদের সুরক্ষায় নারীদের নিরাপত্তায় সব সময় উপস্থিত থাকবে এই পিঙ্ক পেট্রোলিং ভ্যান। 


পাশাপাশি যে কোন জায়গা থেকে নারীদের নিরাপত্তার অভাব বোধ করা কোন খবর পৌঁছলেই তৎক্ষণাৎ সেই ঘটনাস্থলে পিঙ্ক পেট্রোলিং ভ্যান পৌঁছে যাবে। এই ভ্যানে উন্নত মানের প্রশিক্ষণপ্রাপ্ত একজন মহিলা অফিসার সহ দুইজন মহিলা কনস্টেবল থাকবেন। মহিলাদের নিরাপত্তায় যেকোনো রকমের পরিস্থিতি মোকাবিলার জন্য পিঙ্ক পেট্রোলিং ভ্যান বর্তমান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code