শিক্ষক দিবসে অভিনব কর্মসূচী নিলো রাজ্যের আংশিক সময়ের শিক্ষক সংগঠন

school teacher



রাজ্যে বিভিন্ন সরকারি ও আধাসরকারি বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ শিক্ষকের অভাব থাকায় বিদ্যালয়ের প্রয়োজনে আংশিক সময়ের শিক্ষক (Part Time Teacher) নিয়োগ করা হয়। কিন্তু প্রয়োজন শেষ হওয়ার পর যখন বিদ্যালয়ের স্থায়ী শিক্ষক চলে আসেন তখন সেইসব শিক্ষকদের বাদ দিয়ে দেওয়া হয়। এটা অত্যন্ত অমানবিক বলেই মনে করছেন বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকরা।


এইসব আংশিক সময়ের শিক্ষকদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়োগ করেন এবং স্কুল ফান্ড থেকে তাদের সামান্য বেতন ১০০০ থেকে মাসিক ৩০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। একইভাবে রাজ্যের বিভিন্ন কলেজে আংশিক সময়ের অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন যাদের সরকার স্থায়ীকরণ করেছেন এবং তাদের বাঁচার মতো একটা বেতন দেওয়ার ব্যবস্থা করেছেন। এতে উৎসাহিত হয়ে রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকগণ মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে বারবার স্থায়ীকরণের আবেদন করেছেন।


তারা ৬০ বছর বয়স পর্যন্ত কর্মের সুনিশ্চয়তা এবং সরকার কর্তৃক বাঁচার মতো একটা বেতন দেওয়ার আবেদন তাঁদের দীর্ঘদিনের। নবান্ন, কালীঘাট, বিকাশ ভবন সমস্ত জায়গায় তারা আবেদন করেছেন। কিন্তু কোনো সুরাহা হয়নি। সরাসরি মুখ্যমন্ত্রী ফোন নাম্বার চালু হওয়ার পর সমস্ত শিক্ষক তাতে ফোন করে তাদের সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত সমস্যার কোন সমাধান হয়নি বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।




এবার সরকারের উপর চাপ সৃষ্টি করতে শিক্ষক দিবসের দিন আংশিক সময়ের শিক্ষকরা কিছু কর্মসূচী নিয়েছেন। তাঁদের একাধিক কর্মসূচীর মধ্যে রয়েছে-


১) মুখ্যমন্ত্রীকে গণ ই-মেইল কর্মসূচী
২) মুখ্যমন্ত্রীকে ফেসবুক পেজে সকলেই মেসেজ করবেন।
৩) মাননীয়া মুখ্যমন্ত্রী আগামীকাল তাঁর ফেসবুক পেজে শিক্ষক দিবস উপলক্ষে যে পোস্ট করবেন তার নিচে সকলে কমেন্টস করে নিজেদের আবেদন জানাবেন।
৪) instagram এর মাধ্যমে মাননীয়া মুখ্যমন্ত্রীকে আংশিক সময়ের শিক্ষকরা আবেদন জানাবেন।
৫) টুইটার একাউন্ট বা এক্স হ্যান্ডেলের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আংশিক সময়ের শিক্ষকরা আবেদন জানাবেন।
৬) এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে আংশিক সময়ের শিক্ষকরা ফোন করে নিজেদের সমস্যার কথা জানাবেন ।


এককথায় ডিজিটাল মাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিজেদের সমস্যার কথা জানিয়ে রাজ্যের আংশিক সময়ের শিক্ষকরা একপ্রকার চাপ সৃষ্টি করতে চলেছেন বলে PART TIME TEACHERS WELFARE ASSOCIATION এর রাজ্য সভাপতি সমীর কুমার দেওঘরিয়া জানিয়েছেন।