Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাস্তা তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ, সরব গ্রামবাসীরা

নিম্নমানের কাজের অভিযোগ, সরব গ্রামবাসীরা 

Low quality work


রাস্তা তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ, সরব গ্রামবাসীরা। কোচবিহার জেলার দিনহাটার ওকড়াবাড়ী অঞ্চলের অন্তর্গত কাউরাই রোড চৌমাথা থেকে পঞ্চাধ্বজী হয়ে নয়া বাজার যাওয়ার রাস্তায় সদ্য হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। কিন্তু সেই কাজের পরেই গুরুতর অভিযোগে সরব হলো গ্রামবাসীরা।

গ্রামবাসীদের অভিযোগ, মাটির ওপরে ঠিকঠাক ভাবে কাজ না করেই পিচ ঢালাই করা হয়েছে। কাজ করা হয়নি ঠিক মতো। হাত দিয়েই ভেঙে ফেলা যাচ্ছে রাস্তার পিচ। এমনকি এনিয়ে কর্মীদের জানালেও তাঁরা কোনো রুপ কর্ণপাত করেননি। তাঁরা জানান, "ফলে আমরা বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছি উর্ধ্বতন কর্তৃপক্ষকে। এখনো কোনো পদক্ষেপ হয়নি।"

স্থানীয় যুবক করিম হক জানান, " ওকড়াবাড়ী থেকে নয়া বাজার যাওয়ার পিচের রাস্তা তৈরির পরেই নষ্ট হওয়ার পথে। মাটির উপরেই পিচ ঢালাই করা হয়েছে ফলে রাস্তাটা তেমন ভালো হয়নি। ঠিকমতো কাজ না করার জন্য পিচ হাত দিয়েই তুলে ফেলা যাচ্ছে । এনিয়ে কর্মীদের জানালেও তাঁরা আমাদের কথা কানে দেয় নি।"

স্থানীয় অপর যুবক কাদের হোসেনের দাবি, "রাস্তা তৈরির সময় কোনোরকম পাথর দেওয়া হয়নি। মাটির উপরেই দেওয়া হয়েছে পিচ। হাত দিয়েই পিচ ভেঙে ফেলা যায়। আমরা অফিসে অভিযোগ জানিয়েছি। কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত। এখন দেখি কি হয়।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code