জমায়েতের উপর নিষেধাজ্ঞা! আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নির্দেশিকা আরজি করে

RGKAR


আরজি কর মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতের উপর জারি করা নিষেধাজ্ঞার সয়ময়সীমা আরও ১৫ দিন বৃদ্ধি করলো কলকাতা পুলিশ। জানা যাচ্ছে, লালবাজারের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর আরজি কর সংলগ্ন এলাকায় পাঁচ জন বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত করা যাবে না। এই এলাকায় শান্তি ভঙ্গের আশঙ্কায় নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা পুলিশ। সেই নিষেধাজ্ঞা এবার বাড়ানো হলো।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, শ্যামপুকুর, উল্টোডাঙা ও টালা থানা এলাকায় কয়েকটি রাস্তায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে— বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা (সাবেক ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা) মেনে এই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ।

আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে চলছে আন্দোলন। কলকাতার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি চলছে। দিকে দিকে আওয়াজ উঠছে দোষীদের শাস্তি চাই, আরজি করের বিচার চাই। পাশাপাশি, গত দু’দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারেরা অবস্থান করছেন। সেই আবহেই এ বার নতুন করে আরজি কর মেডিক্যাল কলেজ চত্বরে জমায়েতের উপর নিষেধাজ্ঞা।