সি বি আইয়ের কাছে কোনো দৈব শক্তি নেই, আর জি কর কাণ্ডের তদন্ত প্রসঙ্গে অধীর





গত জুলাই মাসে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির হঠাৎ কলোনিতে এক কংগ্রেস কর্মীকে হত্যার অভিযোগ ওঠে তৃণমুল আশ্রিত বালি মাফিয়াদের বিরূদ্ধে।

শুক্রবার সেই দলীয় কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সহ জেলা নেতৃত্ব।

পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর জি কর কাণ্ডের তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, সিবিআইয়ের কাছে কোনো দৈব শক্তি বা ম্যাজিক নেই, আজ রাজ্যে কোর্টের আদেশে সিবিআই তদন্ত শুরু করেছে, কিন্তু তাঁদের হাতে যদি, তথ্য প্রমাণ, ডকুমেন্টস না থাকে তাহলে তদন্ত এগোবে কি করে।