Latest News

6/recent/ticker-posts

Ad Code

সিদ্ধিদাতার পুজো অর্চনায় ব্রতী হয়েছেন জলপাইগুড়িবাসী

আজ গনেশ চতুর্থী

ganesh chaturthi



আজ গনেশ চতুর্থী। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে সিদ্ধিদাতার পুজো অর্চনায় ব্রতী হয়েছেন জলপাইগুড়িবাসী। শঙ্কধ্বনি, উলু, ঢাকের আওয়াজে মুখরিত হচ্ছে আকাশ বাতাস। জানান দিচ্ছে পুজো আসছে।

গণেশ চতুর্থী উপলক্ষে শনিবার সকাল থেকেই পুজোয় মেতে উঠেছেন বিভিন্ন পুজো কমিটির সদস্যরা৷ অনেকে বাড়ির মন্দিরে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে গণেশ ঠাকুরকে। ঢাকের তালে লাড্ডু, ফল, মিষ্টি ভোগ দিয়ে পুজো হচ্ছে সর্বত্র।

শুক্রবার রাতে বেশ কয়েকটি বড় পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গণেশ চতুর্থী উপলক্ষে আনন্দে মেতেছেন বিভিন্ন পুজো কমিটির সদস্যরা।

জলপাইগুড়ি শহরের বড় পুজোগুলোর মধ্যে অন্যতম ভূপতি গ্রুপের পুজো। এবার তারা কাল্পনিক মন্দিরের অনুকরণে পুজো মণ্ডপ তৈরি করছেন। শুক্রবার রাতেই পুজোর উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয কাউন্সিলর তপন ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা। এবারও বিশাল আকৃতির গণেশ মূর্তি তৈরি করে পুজো হচ্ছে এখানে। ভুপতি গ্রুপের পুজো দেখতে জলপাইগুড়ি রাত থেকেই ভিড় লক্ষ্য করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code