আরও চাই আলোচনা, জারি থাকবে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি!
মঙ্গলবার সুপ্রিম শুনানির আগের সন্ধ্যায় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জুনিয়র ডাক্তারদের ম্যারাথন বৈঠকে একাধিক দাবি মেনে নিয়েছে সরকার। মঙ্গলবার সেই দাবি গুলো পূরণ করা শুরু করেছে সরকার। কিন্তু এখনোও চলছে ডাক্তারদের কর্মবিরতি। এই পরিস্থিতিতে কবে কর্ম বিরতি তুলবে জুনিয়র ডাক্তাররা? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারিদিকে।
মঙ্গলবার গভীর রাতে বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিলেন, আরও আলোচনা চান তাঁরা। যতদি না সেই আলোচনা হচ্ছে অবস্থান বিক্ষোভ চলবে। অর্থাৎ জারি থাকবে কর্মবিরতি। নেতৃত্ব জানায়, “তাঁদের চতুর্থ ও পঞ্চম দাবি এবং বিশেষ করে প্রিন্সিপাল সেক্রেটারিকে অপসারণের যে দাবি তা না মানা পর্যন্ত কর্মবিরতি নিয়ে একটি দাবি সনদ পাঠাবো। ওই বিষয়গুলি নিয়ে সরকারের সঙ্গে আরও আলোচনা আমরা চাইছি। এগুলি জরুরি। সেই সঙ্গে মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তা ও পরিকাঠামো সুনিশ্চিত করতে সরকার কী কী ব্যবস্থা নিল, সেটাও আমরা আগে দেখে নিতে চাইছি। আমরা বুধবার সরকারের কাছে এই সংক্রান্ত দাবি সনদ পাঠাবো আলোচনায় বসার জন্য। সেগুলি যথাযথ ভাবে মানা হলে আমরা যত দ্রুত সম্ভব কাজে ফিরে যেতে প্রস্তুত।”
চিকিৎসকদের দাবি, রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ গঠন হোক। এনিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হলেও হয়নি সিদ্ধান্ত গ্রহন।
0 মন্তব্যসমূহ
thanks