বাংলায় শেষ অধীর জমানা, প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি ঘোষনা



বাংলায় শেষ অধীর জমানা, প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি ঘোষনা করলো কেন্দ্রীয় নেতৃত্ব। শনিবার রাতে কংগ্রেসের তরফে বাংলায় কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে শুভঙ্কর সরকারের নাম ঘোষনা করা হয়। প্রদেশ কংগ্রেসের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, শুভঙ্কর সরকার অধীরের মতো তৃণমূলের প্রতি চরমপন্থী নন। বরং কিছুটা ‘নরমপন্থী’।



বাংলার শেষ প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ছিলেন অধীর চৌধুরী। লোকসভা ভোটের ফল ঘোষণার পর জানা গিয়েছিল অধীর চৌধুরী অস্থায়ী সভাপতি পদে রয়েছেন। অধীর বহরমপুর লোকসভায় পরাস্ত হয়েছেন। তিনি ছিলেন গত মেয়াদে লোকসভায় কংগ্রেস দলনেতা। এদিকে রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা। অধীরকে বহাল রাখা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি পদে নাকি পড়ানো হয়, এনিয়ে চলছিল জল্পনা। দেখা গেল, অধীরকে সরিয়েই দিল দিল্লি। বদলে দায়িত্ব দিল শুভঙ্করকে।



 ‘তৃণমূল বিরোধী’ হিসাবে পরিচিত অধীরকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে রাখলেন না সনিয়ারা। তার বদলে কংগ্রেসের অন্দরে তৃণমূল-বিরোধিতার প্রশ্নে অপেক্ষাকৃত নরম শুভঙ্করকেই দায়িত্ব দিল জাতীয় কংগ্রেস। এই রদবদলের ফলে কংগ্রেস তৃণমূলের সম্পর্ক তাৎপর্যপূর্ণ হবে বাংলায় এমনটাই মনে করছে অনেকেই।