বিশ্বকর্মা পূজা ১৪৩১, বিশ্বকর্মা পূজা ২০২৪, Biswakarma Puja 1431, Biswakarma Puja 2024, विश्वकर्मा पूजा 2024, Vishwakarma Puja
শিল্পের দেবতা বিশ্ব কর্মা আসছে । ব্যস্ত কুমোড় পাড়া । ছোট বড় মাঝারি সব রকম শিল্প প্রতিষ্ঠানে এই শিল্পী দেবের পুজো হয়ে থাকে । মূলত বিশ্বকর্মা পুজোকে (Biswakarma Puja 2024) কেন্দ্র করেই চলে আসে শারদ উত্সব ।
বিশ্বকর্মা বৈদিক দেবতা, ঋগবেদের ১০ম মণ্ডলে ৮১ এবং ৮২ সূক্তদ্বয়ে বিশ্বকর্মার উল্লেখ আছে। ঋগবেদ অনুসারে তিনি সর্বদর্শী এবং সর্বজ্ঞ। তার চক্ষু, মুখমণ্ডল, বাহু ও পদ সবদিকে পরিব্যপ্ত। তিনি বাচস্পতি, মনোজব, বদান্য, কল্যাণকর্মা ও বিধাতা অভিধায় ভূষিত। তিনি ধাতা, বিশ্বদ্রষ্টা ও প্রজাপতি।
ভাদ্রমাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার পূজা (Biswakarma Puja 2024) করা হয়। কলকারখানায় বেশ আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মার পূজা (Biswakarma Puja 2024) অনুষ্ঠিত হয়। অন্যান্য দেব-দেবীর মতোই মূর্তি গড়ে অথবা ঘটে-পটে বিশ্বকর্মার পূজা (Biswakarma Puja 2022) করা হয়। সূতার-মিস্ত্রিদের মধ্যে এঁর পূজার প্রচলন সর্বাধিক। তবে স্বর্ণকার, কর্মকার এবং দারুশিল্প, স্থাপত্যশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা (Biswakarma Puja 2024) করে থাকেন।
বিশ্বকর্মা পূজার (Biswakarma Puja 2024) তারিখ, সময় তিথি
বিশ্বকর্মা পূজা কন্যা সংক্রান্তির সাথে মিলে যায় , যা বাংলা ক্যালেন্ডার অনুসারে ভাদ্র সংক্রান্তি নামে পরিচিত। এ বছর বিশ্বকর্মা পূজা পালিত হবে ১৬ সেপ্টেম্বর। সংক্রান্তির সময় শুরু হয় সন্ধ্যা ৭:৫৩ মিনিটে। এই সময়কে কন্যা সংক্রান্তি বলা হয়। কিন্তু বিশ্বকর্মা পুজো উদয় তিথি অনুযায়ী করতে হবে, তাই ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৫৩ মিনিট থেকে বিশ্বকর্মা পুজো হবে না। এ বছর বিশ্বকর্মা পুজো পালিত হবে ১৭ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার।
এ বছর বিশ্বকর্মা পুজোর শুভ সময় বলা হচ্ছে সকালবেলা। ভদ্রা কাল বিকেলে শুরু হবে, তাই আপনি ১৭ সেপ্টেম্বর সকাল ০৬ টা ০৭ মিনিটথেকে সকাল ১১ টা ৪৪ মিনিট পর্যন্ত বিশ্বকর্মা পুজো করতে পারেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊