Alipurduar:  ট্রলি ব্যাগ নিয়ে দিনভর আতঙ্ক আলিপুরদুয়ারে

Alipurduar:  ট্রলি ব্যাগ নিয়ে দিনভর আতঙ্ক আলিপুরদুয়ারে



আজ সকাল আনুমানিক ১০ টা থেকে একটি পরিত্যাক্ত ট্রলি ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়ালো আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার মায়া টকিজ রোডে আই সি আই সি আই ব্যাঙ্কের পাশে ওয়াইন শপের ঠিক সামনে একটি ট্রলি ব্যাগ ঘিরে আতঙ্কের শুরু হয়।

সময় গড়াতেই পথচলতি মানুষের আতঙ্ক ও উৎকণ্ঠা বাড়তে থাকে। আলিপুরদুয়ার পুলিসের পক্ষথেকে দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে হয়।

জানা গেছে, সিসি ক্যামেরায় দেখে গেছে এক ব্যাক্তি মদ কিনে সেই ট্রলি ব্যাগ না নিয়েই রওনা দেন। কিন্তু কোন উদ্দেশ্যে তিনি সেই ব্যাগ ফেলে গেছেন, ব্যাগের মধ্যে কি আছে তা কিছুই জানা যায়নি। শুরু হয় বোমাতঙ্ক।

অবশেষে কোচবিহার থেকে বোম স্কোয়াডের লোকজন পৌছায় ঘটনাস্থলে। ব্যাগ খুলে কিছু জামাকাপড়, জুতো এবং একটি টর্চ পাওয়া যাওয়ায় অবশেষে দিনভর নাটকের যবনিকাপতন হয়।

পথচলতি এক স্থানীয় বাসিন্দা প্রিয়াঙ্কা ভট্টাচার্য জানান, মেয়েকে নিয়ে গ্রোসারি শপে এসেছিলাম, এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ি।