রাত দখলের পর এবার ভোর দখলের ডাক!

ভোর দখল



আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষন ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য। এই ঘটনার প্রতিবাদে ১৫ই আগস্ট মধ্যরাতে রাজ্য জুড়ে মহিলাদের প্রতিবাদ মিছিল সংঘটিত হয়েছিল। আর যা রাত দখল কর্মসূচি নামেই হয়েছিল। তবে এবার ভোর দখলের ডাক। গত ৯ অগাস্ট আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা ঘটে। ৯ সেপ্টেম্বর ওই ঘটনার এক মাস পূরণ হবে। ওইদিনই সুপ্রিম কোর্টে হবে আরজি কর মামলার শুনানি। আর ঠিক সেদিনই ভোর দখলের কর্মসূচি।



৯ সেপ্টেম্বর ভোর ৪.১০ মিনিট থেকে সকাল ৬ পর্যন্ত শিলিগুড়িতে ভোর দখলের ডাক দেওয়া হয়েছে। ভোরের দখল প্রসঙ্গে তাঁরা জানান, 'প্রতিদিন ধর্ষণ হচ্ছে। বিচার চাই। তিলোত্তমার বিচার এখনও অধরা। ওই দিন সুপ্রিম কোর্টে শুনানি আছে। আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব।'



আর জি কর কাণ্ডের প্রতিবাদে ও সুবিচারের দাবিতে মেয়েদের রাত দখলের অভিনব কর্মসূচির সাক্ষী হয়েছে গোটা দেশ। এরপর থেমে থাকেনি আন্দোলন । এখনও চলছে বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল থেকে নানান কর্মসূচি। মাঝেই বাড়ির আলো নিভিয়ে, মোমবাতি জ্বালিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে আলোর দিশা পাওয়ার অভূতপূর্ব ডাকও দেখেছে বাংলা। আর এবার ভোর দখলের ডাক।



অর্জুন পুরষ্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষের কথায়, "আমার একটাই দাবি। বিচার খুব তাড়াতাড়ি আশা করব। একজন মেয়ে হিসেবে বলি, রাতে আমার মতো অনেক নারীরই কিন্তু ঘুম হয় না, বিচার কবে পাব আমরা। দ্রুত বিচার আশা করছি। পাশাপাশি দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তি আশা করছি। শিক্ষক-ছাত্র সহ শিলিগুড়িবাসী আহ্বান জানাব, যেন ৯ সেপ্টেম্বর ওই সময় আমরা একসঙ্গে ভোর দখল করতে পারি।"