জলপাইগুড়ি জেলায় বজ্রপাতে ৪ ছাত্র সহ ৯ জন দগ্ধ
জলপাইগুড়ি জেলার একটি চা বাগানের পাঁচজন শ্রমিক মঙ্গলবার বজ্রপাতে গুরুতর দগ্ধ হয়েছেন।
নাগরাকাটা ব্লকের চম্পাগুড়ি পঞ্চায়েতে অবস্থিত হিলা চা বাগানে একদল শ্রমিক চা তুলছিলেন, সেই সময় বজ্রপাতের সাথে প্রবল বর্ষণ শুরু হয়। কাজ করবার সময়ই বজ্রপাতে আহত হন ৫ শ্রমিক। আহত চা শ্রমিকরা হলেন বিলাসো মুন্ডা, সীতা বাউনি, ইন্দ্রমায়া বাউনি, নরবদা ছেত্রী ও মনু নেওয়ার।
স্থানীয়দের বক্তব্য অনুসারে, “চা শ্রমিকরা ভিজে যাওয়া থেকে বাঁচতে একটি শেডের দিকে ছুটে যায়। হঠাৎ বজ্রপাত হয় এবং তারা পাঁচজনই মাটিতে লুটিয়ে পড়ে। বজ্রপাতে তারা হুঁশ হারিয়ে ফেলেন বলে জানা গেছে। অন্যান্য কর্মচারীরা তাদের সুলকাপাড়ার গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।”
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নাগরাকাটা থানার একটি দল এবং স্থানীয় পঞ্চায়েতের প্রধান রমেশ তিরকি ঘটনাস্থল পরিদর্শন করেন। গ্রামীণ হাসপাতালের মেডিক্যাল অফিসার শচীন চৌধুরী সংবাদ মাধ্যমে জানিয়েছেন- “সকল চা শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে তাদের আরও ভালো চিকিৎসার জন্য মালবাজারের সুপার-স্পেশালিটি হাসপাতালে রেফার করতে হয়েছে।”
একইরকম আরেকটি ঘটনায়, জলপাইগুড়ি জেলার পার্শ্ববর্তী বানারহাট ব্লকের চামুর্চি চা বাগানে চামুর্চি উচ্চ বিভাগ প্রাথমিক বিদ্যালয়ের চার ছাত্র বজ্রপাতে আহত হয়।
জানাযায়, অনুরাগ ওরাওঁ, কুমুদ গোসাই, জিসান আনসারি এবং রোশন মাহালি নামের চার শিশু প্রবল বৃষ্টির কারণে স্কুলে অপেক্ষা করছিল । এইসময় বজ্রপাতে আহত হয় তারা। তারা সবাই বীরপাড়ার রাজ্য জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊