পূজার মুখে বাসন্তীরহাটে পুড়ে ছাই হলো ৩ টি দোকান

basantirhat


পূজার আর হাতে গোনা কয়েকদিন বাকি, চারিদিকে সাজো সাজোরব, এরই মাঝে দিনহাটার বাসন্তীরহাটের স্কুল রোডের  ৩ টি দোকানে গতকাল রাত্রে আগুন লেগে মুহূর্তেই ভস্মিভূত হয়ে যায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।  

জানাগেছে, আগুনে পুড়ে যায় রহিম মিয়াঁর কাঠের দোকান, সুজন বর্মনের অটোমোবাইলের দোকান এবং হিমাংশু রঞ্জন বর্মনের  রাসায়নিক সারের দোকান।

স্থানীয়দের অনুমান ইলেক্ট্রিক লাইন থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটতে পারে। আনুমানিক রাত ১১ টা ৩০ নাগাদ আগুন লাগে। দমকলে খবর দেওয়া হলে ১২ টার দিকে দমকলের দুটো গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় বাসিন্দা অলোক বর্মন জানান, সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয় সারের দোকানে, প্রায় তিন-চার লক্ষটাকার সার নষ্ট হয়। এছাড়া বাইক মেরামতির দোকানে দুটো বাইক পুড়ে যায়। কাঠের দোকানেও অনেক কাঠ পুড়ে গেছে। 

বাসন্তীরহাট অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী গৌতম বর্মন জানিয়েছেন, ' এই ঘটনায় আমরা শোকাহত, ক্ষতিগ্রস্থদের পাশে আমরা রয়েছি।' 

বাসন্তীরহাটের শাসকদলের অঞ্চল সভাপতি দীপক বর্মন জানান- ' পূজার আগে এমন ঘটনা সত্যিই মর্মান্তিক। সরকারীভাবে কীভাবে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা যায় সেই বিষয়টি দেখছি।'