CM Mamata Banerjee: উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী
লাগাতার বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক হয়ে পড়ছে। ধসের জেরে ১০ নং জাতীয় সড়ক এখনও পুরোপুরি চালু হয়নি। এছাড়া বাংলা-সিকিমের মধ্যেও যোগাযোগ খানিকটা বিচ্ছিন্ন। এমন পরিস্থিতিতে উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
সূত্রের খবর, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রীর এই সফর। রবিবার বিকেলে তিনি শিলিগুড়ি আসবেন। সোমবার প্রশাসনিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
জানাগেছে, রবিবার অর্থাৎ ২৯ তারিখ বিকেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিমানে বাগডোগরা হয়ে পৌঁছবেন শিলিগুড়ি। রাত্রে থাকবেন উত্তরকন্যায়। সোমবার, ৩০ সেপ্টেম্বর সকালে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। বৈঠক সেরে বিকেলে আবার কলকাতায় ফিরে যাবেন বলে জানাগিয়েছে।
টানা বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে। তিস্তাবাজার থেকে কালিম্পং যাওয়ার রাস্তা আপাতত বন্ধ। শুক্রবার কালিম্পং জেলা প্রশাসন থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং জেলার পাশাপাশি সিকিমের গ্যাংটক, মংগনে অতি ভারী বর্ষণ হতে পারে। ওই সব জায়গায় ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। তিস্তা সংলগ্ন এলাকাতেও বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের খবরে প্রশাসনিক মহলের একাংশের ধারণা, সেখানকার দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতেই আসছেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊