Siliguri Bidhan Market Fire: শিলিগুড়ি বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুজোর মুখে বড়সড় ক্ষতি

Siliguri Bidhan Market Fire


পূজার আর মাত্র হাতে গোনা কয়দিন, এরই মাঝে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি শিলিগুড়ির বিধান মার্কেটে (Siliguri Bidhan Market Fire)।


শনিবার বেলা ১১টা নাগাদ আগুন লাগে বাজার এলাকায়। খুব দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। পুড়ে ছাই হয় বহু দোকান।


আগুন লাগার মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় প্রাথমিক ভাবে আগুন নেভাতে অসুবিধায় পড়েন স্থানীয়রা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। শুরু হয় আগুন নেভানোর কাজ।


খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে শেষমেশ সাহায্য চাওয়া হয় বিএসএফেরও। দমকল বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ চালাচ্ছে তারা। কী থেকে আগুন লেগেছে তা স্পষ্ট জানা যায়নি বলে দমকল সূত্রে খবর। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

Siliguri Bidhan Market Fire


এখনো পর্যন্ত পাওয়া খবরে অগিকান্ডের জেরে ২০-২৫ টি দোকান ভস্মিভূত। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানাযায়নি।