প্রবল বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে

Weather Update


আবহাওয়া যেন খেলা করছে। কখনও তীব্র গরম আবার কখনও বৃষ্টি। এবছর দেখা গেছে বৈচিত্র্যময় এক আবহাওয়া। তীব্র গরমে অতিষ্ঠ হয়েছিল বাংলা। উত্তরবঙ্গের জেলা গুলোতেও প্রবল গরম হয়েছিল। তবে এবার বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে সোমবার থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবারও রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা হয়েছে। উত্তরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

আবহাওয়া দফতর অনুযায়ী জানা গেছে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা যার জেরে বৃষ্টিপাত বাড়তে চলছে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস হিমালয় সংলগ্ন পাঁচ জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের এই স্পেল উত্তরবঙ্গের বেশ কিছু অংশ যেমন কোচবিহার এবং উত্তর দিনাজপুরের বৃষ্টির ঘাটতি অনেকটাই কমিয়ে দিতে পারে বলে আশা করা হচ্ছে।

ভারত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ থেকে ১১ অগাস্ট আকাশ মেঘলা থাকার সম্ভাবনা আছে। আগামী ৭ থেকে ১১ অগাস্ট মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে কোচবিহারে।

জলপাইগুড়িতে আগামী ৭ অগাস্ট অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, এবং ৮ থেকে ১১ অগাস্ট মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ৭, ৯ ও ১০ অগাস্ট অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, এবং ৮ ও ১১ অগাস্ট মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুরে আগামী ৭ থেকে ১১ অগাস্ট মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

মঙ্গলবার পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারও।