আরজি কর ইস্যুর প্রতিবাদে SUCI-র বনধ, পুলিশের হাতে আটক একাধিক কর্মী
আরজি কর নিয়ে উত্তাল রাজ্য। আরজি কর ইস্যুর প্রতিবাদে আজ ১২ ঘন্টার বনধ ডেকেছে SUCI। অন্যদিকে বনধের সমর্থন করে না রাজ্য সরকার। তাই অফিস-আদালতে কর্মীদের ছুটি বাতিল করে হাজিরার নির্দেশ দিয়েছে। এদিকে আজ সকাল থেকেই বনধ সফল করতে পথে নেমেছে SUCI। সেই বনধ ঘিরে জায়গায় জায়গায় দেখা গেল ভিন্ন চিত্র।
কোচবিহার জেলার দিনহাটা, মাথাভাঙা, হলদিবাড়ি সহ একাধিক জায়গায় বনধ সফল করতে পথে নামার একাধিক SUCI নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।
বিভিন্ন সূত্র মারফত খবর, দিনহাটায় ২৫ জন, মাথাভাঙায় ১১ জন, কোতোয়ালি ১৪ জন, মেখলিগঞ্জে ১০ জনকে আটক করা হয়েছে।
দেখে নিন সেই চিত্র-
Breaking: SUCI র ডাকা ১২ ঘন্টার বাংলা বনধের সমর্থনে কোচবিহারে মিছিল করতে গিয়ে গ্রেপ্তার কর্মী সমর্থক
Posted by Sangbad Ekalavya on Thursday, August 15, 2024
হলদিবাড়িতে বনধ সফল করতে গিয়ে SUCI-র কর্মী গ্রেফতার
Posted by Sangbad Ekalavya on Thursday, August 15, 2024
বনধ সফলে মিছিল বেড়োতেই দিনহাটায় SUCI-র ২৫ জনকে আটক করলো পুলিশ #todaynews #Dinhata
Posted by Sangbad Ekalavya on Thursday, August 15, 2024
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊