২০ বছরের শিক্ষকতার জীবন থেকে অবসর পার্শ্বশিক্ষকের, বিদায়বেলায় চোখে জল
২০০৪ সালে যুক্ত হয়েছিলেন শিক্ষকতার সাথে। যে বিদ্যালয়ে একদিন লেখাপড়া করেছিলেন সেই বিদ্যালয়েই পার্শ্বশিক্ষক হিসাবে বাংলা বিষয়ের শিক্ষক হিসাবে যুক্ত হন ভবেশ চন্দ্র সরকার। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনহাটা মহকুমার বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ে শিক্ষকতার জীবনের ইতি টানেন তিনি। চোখের জলে স্মৃতিচারণে উঠে আসে শিক্ষক জীবনের নানান কথা।
বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ে দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক দেবাশিস দেব জানান, 'একবার জেলা অবর বিদ্যালয় পরিদর্শক বালিকা গোলে মহাশয়া বিদ্যালয় পরিদর্শনে এসে ভূয়সী প্রশংসা করেছিলেন বাংলা বিষয়ের শিক্ষক ভবেশ চন্দ্র সরকারের।'
আজ ৩১ আগস্ট তার শিক্ষকতার জীবনের স্মৃতিচারণে স্টাফরুম অশ্রুসিক্ত হয়ে পরে। শিক্ষক ভবেশ চন্দ্র সরকার জানান- 'এই বিদ্যালয়ে শিক্ষক এবং পার্শ্বশিক্ষক বলে কখনো আলাদা করে দেখা হয়নি কোনদিন।'
বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে অবসর গ্রহনকারী শিক্ষক ভবেশচন্দ্র সরকারকে বিদায় জানাবে বিদ্যালয়ের শিক্ষক-অশিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা।
0 মন্তব্যসমূহ
thanks