থানায় অভিযোগ জানাতে গিয়ে আক্রান্ত দিনহাটার SUCI নেতা আজিজুল হক
দিনহাটা থানা অভিযোগ করতে এসে একদল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এসইউসিআই নেতা আজিজুল হক। আরজি কর নিয়ে উত্তাল রাজ্য। প্রতিবাদ চলছে দিনহাটাতেও। এই পরিস্থিতিতে আজ এক হুমকি পাওয়া প্রতিবাদী মেয়ের সাথে থানায় অভিযোগ করতে গিয়ে আক্রান্ত এসইউসিআই নেতা আজিজুল হক।
এদিন তিনি জানালেন, "আরজিকর কাণ্ডের জের আমরা বিভিন্ন ভাবে প্রতিবাদ করছি। কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রতিবাদ করতে বাঁধা দিচ্ছে। আমরা এর আগে একদিন লিফলেট বিতরণ করছিলাম সেদিন উদয়ন গুহ আমাকে সরাসরি হুমকি দিয়েছে। বনধের দিন হাড় গোড় ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে। যদিও পুলিশ আগেই গ্রেফতার করায় তা করতে পারেনি। তারপরেও বিভিন্ন আন্দোলন চলছে।"
তিনি জানান, "একটি প্রতিবাদী মেয়েকে রেপের হুমকি দেয় সঞ্জয় দাস নামে একজন। সেই বিষয় নিয়েই মহিলা থানায় অভিযোগ জানাতে আসি। মেয়েটির একটি ডকুমেন্ট জেরক্স করতে দোকানে যাই। আর সেখানেই তৃণমূলের গুণ্ডা মানস দের নেতৃত্বে আমার ওপর আক্রমণ চালায়। মারধোর করে।"
এই ঘটনায় আহত অবস্থায় দিনহাটা হাসপাতালে ভর্তি এসইউসিআই নেতা আজিজুল হক।
এবিষয়ে তৃণমূল নেতা বিষুধর জানান, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তবে নিন্দনীয়। তবে বেশির ভাগ ঘটনা তো সাজানো। আমরা দেখতেই পাচ্ছি। অধিকার সবার আছে থানায় যেতে পারে। যদি এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে তবে নিন্দনীয়। তবে ঘটনাটা কতটা সত্যি তা দেখতে হবে। সাজানো ঘটনা চলছে তা তো সংবাদ মাধ্যমে জানতে পারছি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊