আরজিকরে ডাক্তারি পড়ুয়ারা মৃত্যুতে মোমবাতি জ্বালিয়ে শোক পালন বর্ধমান মেডিক্যাল কলেজে 

Burdwan news


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-

আরজিকরে দ্বিতীয় বর্ষের মহিলা ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রহস্যর দানা বেঁধেছে। ডাক্তারি পড়ুয়ার মৃত্যুকে ধর্ষন করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবী জানিয়েছেন পরিবারের লোকজন। মহিলা পড়ুয়া চিকিৎসকের আত্মার শান্তি কামনায় শুক্রবার রাতে মোমবাতি জ্বালিয়ে শোক পালন করেন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়ারা ।



জানা গেছে, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তারি পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে ডিপার্টমেন্টের সেমিনার রুম থেকেই। আজ সকালবেলা এগারোটা নাগাদ মহিলা ডাক্তারি পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।

আরজি করে এই ঘটনা ঘটার পরেই নড়ে চড়ে বসে বর্ধমান মেডিকেল কলেজের ও হাসপাতাল কর্তৃপক্ষ। নিরাপত্তা আরো কঠোর করা হয়েছে বলে জানা গেছে। গোটা হাসপাতাল চত্বর এবং পার্শ্ববর্তী এলাকায় মোমবাতি মিছিল করা হয়েছে বলে জানান প্রিন্সিপাল ও ডাক্তারি পড়ুয়ারা।