Primary School: সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ডিজিটাল!
Primary School: সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ডিজিটাল! ঝা চকচকে প্রাইভেট স্কুলে উন্নতমানের পঠনপাঠনের জন্যে ক্রমেই ছাত্রাভাবে ধুঁকছে সরকারি স্কুল গুলি। একের পর এক ঝাপ বন্ধ হচ্ছে সেগুলির। কিন্তু এবার পড়ুয়াদের কথা ভেবে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি ধূপগুড়ি মহকুমার বারোঘড়িয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।
এই সরকারি স্কুলটিকে ডিজিটালের মোড়কে রাঙিয়ে দিতে উদ্যোগ নিয়েছেন তারা। স্কুলের শিক্ষকরা একত্রিত হয়ে গুগল ড্রাইভের মধ্যে গোটা বইয়ের পিডিএফ তুলে ফেলেছে। তার মধ্যেই কিউ.আর কোড স্ক্যান করলে গুগল ড্রাইভ থেকে আপনার মোবাইলে সোজা চলে আসবে গোটা বই। সহজ পাঠ থেকে পঞ্চম শ্রেনীর সব বইই মিলবে এমন ই-বুক হিসেবে৷ এর জন্যে গুনতে হবে না বাড়তি মূল্য। কোনও কারণে বই হারিয়ে গেলে কিংবা কোনও জায়গায় বই সঙ্গে করে নিতে যাওয়া সম্ভব না হলে তখন বাচ্চারা মোবাইল থেকে সহজেই তাদের পড়াশোনা সম্পন্ন করতে পারবে৷ এরপর ধীরে ধীরে আরও কীভাবে পঠনপাঠনের ধরণ উন্নত করা যায় সেই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
এর পাশাপাশি গোটা স্কুলকে বিভিন্ন ভাবে সাজিয়ে তোলা হয়েছে। বাচ্চাদের কাছে প্রাথমিক শিক্ষাটাই সর্বপ্রথম শিক্ষা, যা শিখবে তাই করবে। বলাই বাহুল্য, এখন থেকেই ডিজিটালের প্রভাবে প্রাথমিক বিদ্যালয় উন্নত হলে তবেই ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে এবং সরকারি স্কুলের প্রতি অভিভাবকদেরও আস্থা জন্মাবে বলে আশাবাদী শিক্ষকমহল।
তবে জলপাইগুড়ির এই প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগ দেখে অন্যান্য সরকারি স্কুল গুলিও পঠন-পাঠনের ধরণের মান উন্নত করবে বলেই আশা করা হচ্ছে। তাই প্রাথমিক স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিক্ষামহল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊