গঙ্গা ভাঙনকে জাতীয় বিপর্যয় ঘোষণা ও ভাঙন রোধে সমাধানের দাবিতে বিক্ষোভ, প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও-য়ের হুঁশিয়ারি

Malda News



মালদা:

গঙ্গা ভাঙনকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান না করা হলে বন্যা দুর্গতদের নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মন্ডল। আজ এই ইস্যুকে সামনে রেখে মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় এলাকায় এক অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। অবস্থান বিক্ষোভের এই মঞ্চ থেকেই যুব সভাপতি এই হুশিয়ারি দেন। 


এই মঞ্চে বন্যা দুর্গতদের নিয়ে অভিনব কায়দায় অবস্থান বিক্ষোভ দেখানো হয়। ভাঙ্গন-কবলিত মালদার মানিকচক, রতুয়া সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের পালিত গবাদি পশুদের নিয়ে অবস্থান-বিক্ষোভে শামিল হয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা এবং বন্যা দুর্গতরা। 


এদিন এই অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে অভিযোগ তোলা হয় প্রতিবছর ভাঙ্গনে মালদার রতুয়া মানিকচক বৈষ্ণব নগর সহ বিস্তীর্ণ এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হয় এলাকা। নষ্ট হয়ে যায় হাজার হাজার একর জমি। অথচ কেন্দ্রীয় সরকার কোনো ভুমিকা দেখায় না। তাই কেন্দ্রীয় সরকার ভাঙ্গনকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বলে ঘোষণা করে স্থায়ী সমাধান করুক না হলে আমরা বন্যা দুর্গতদের নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করব জানান যুব সভাপতি।