রেলের অধীনে রাস্তার সংস্কারে পাঁচ সংগঠনের যৌথ ডেপুটেশন

Deputation


বামনহাট রেল স্টেশনের মেরামতের দাবিতে ডেপুটেশন। পাঁচ সংগঠনের যৌথ আবেদন। আলিপুরদুয়ারের ডিভিশন জেনারেল ম্যানেজারের এই ডেপুটেশন জমা দেওয়া হয়। বামনহাট রেল উন্নয়ন দাবি সমিতি, বামনহাট ব্যবসায়ী সমিতি, বামনহাট নাগরিক মঞ্চ, দিনহাটা নাগরিক মঞ্চ এবং কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের যৌথ উদ্যোগে এই ডেপুটেশন দেওয়া হয়।



বামনহাট রেলগেট থেকে পাথরশন হয়ে আবুতারা যাওয়ার রাস্তাটির দীর্ঘদিন থেকে বেহাল দশা, এই রাস্তার উপরে নির্ভর করে প্রায় তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার রেল যাত্রীরা, কিন্তু বর্তমানে রাস্তার যা হাল তাতে করে হেঁটে যাওয়াও দুর্বিসহ হয়ে উঠছে রেল যাত্রীদের, এর আগের রাস্তাটি পিচ করা হলেও বর্তমানে সেই পিচের চাদর অবশিষ্ট নেই।



রাজ্য সরকারের পক্ষ থেকে কয়েকবার রাস্তাটি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল এবং এক বছর আগে রাজ্য সরকারের অর্থানুকূল্যে এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় রাস্তার কাজ শুরু করা হলেও অবশেষে বামন হাট স্টেশনের জিআরপিএফ এসে রাস্তার কাজ বন্ধ করে দেয়। ফলে রাস্তাটি আর সাড়াই করা হয়ে ওঠেনি। শুধু রেল যাত্রী নয় বামন হাট এলাকার একটা বৃহৎ পরিমাণ নাগরিকরাও এই রাস্তাটির উপরে নির্ভরশীল বিশেষ করে সাবেক ছিট মহল পোয়াতুর কুঠি এলাকার বাসিন্দাড়াও ভোগান্তির শিকার হচ্ছে।




পাশাপাশি স্টেশনে ঢোকার নির্দিষ্ট কোন রাস্তা নেই। বর্তমানে যেটা দিয়ে রেলযাত্রীরা যাওয়া আসা করে সেটা স্কুলের রাস্তা এবং অনেকটাই ঘুরে যেতে হয়। তাই বামনহাট বাজার থেকে স্টেশনে ঢোকার রাস্তা অবিলম্বে নির্মাণ করতে হবে।



বামনহাট মেন রোড থেকে ২ নম্বর প্লাটফর্ম যাওয়ার রাস্তাটি বেহাল দশা, শুধু রেল যাত্রী নয় রেল কর্মচারীদের কোয়ার্টারে যাওয়াও দুর্বিসহ হয়ে উঠেছে।অনেক যাত্রী আছে যারা ফুট ওভার ব্রিজ পার হতে পারে না তাদেরকে ওই রাস্তা দিয়ে যেতে হয় কিন্তু বর্তমানে রাস্তার এতটা খারাপ অবস্থা যে যে কোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।




এই সকল দাবিতে এদিন আলিপুরদুয়ার রেলস্টেশনের ডিভিশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেওয়া হয়।