Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবস্থান-বিক্ষোভে অনড় বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পিজিটি, ইন্টার্ণ ও হাউস স্টাফরা

অবস্থান-বিক্ষোভে অনড় বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পিজিটি, ইন্টার্ণ ও হাউস স্টাফরা।

Bankura



আর.জি.কর- এর ঘটনার প্রতিবাদে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত পিজিটি, ইন্টার্ণ ও হাউস স্টাফরা। শনি, রবি-র পর সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবারও তাঁরা অবস্থান কর্মসূচী ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এই ঘটনায় আজও পরিষেবা ব্যাহত বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হসপিটালে।



প্রসঙ্গত, আর.জি কর হাসপাতালে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিজেদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলি। সেই মতো শনিবার থেকে কর্মবিরতিতে রয়েছেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হসপিটালের পিজিটি, ইন্টার্ণ, হাউস স্টাফ মিলিয়ে প্রায় ৬০০ জন। ফলে হাসপাতালের এমার্জেন্সি বিভাগ চালু থাকলেও অন্যান্য পরিষেবা ব্যাহত বলেই খবর।


আন্দোলনরত পিজিটি, ইন্টার্ণ ও হাউস স্টাফদের দাবি, আর.জি.করের ঘটনায় অভিযুক্তরা এখনো ঘুরে বেড়াচ্ছে। একজন চিকিৎসকের সঙ্গে ওই ঘটনা ঘটলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

আন্দোলনকারী চিকিৎসকরা জানান প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। একজনকে গ্রেফতার করলো এখনো অনেকে অধরা। তাদের দাবি পূরণ না হলে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন বলে তারা জানান।

হাসপাতালে চিকিৎসা করাতে আসা এক ব্যক্তি বলেন, এখানে চিকিৎসা পরিষেবা মেলেনি। কোন চিকিৎসকের দেখা নেই। ফলে তাদের বিফল হয়েই বাড়ি ফিরতে হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code