Latest News

6/recent/ticker-posts

Ad Code

'রাত দখল'-এর রাতেই নৃশংসভাবে খুন তরুণী! থানা ঘেরাও আদিবাসী সমাজের

'রাত দখল'-এর রাতেই নৃশংসভাবে খুন তরুণী! থানা ঘেরাও আদিবাসী সমাজের 

Burdwan news


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-

আরজি করে ঘটনার রেস কাটতে না কাটতেই, পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার নাদুর ঝাপান তলা এলাকার এক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়।এই ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে থানা ঘেরাও করল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।

আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্যে স্বাধীনতা দিবসের মধ্যরাতে 'রাত দখল'-র রাতে শক্তিগড় থানার নাদুর এলাকায় ঘটনাটি ঘটে বলে খবর। জানা যায় ওই তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির বাইরে বেরোন।সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন বাইরে বেরিয়ে খোঁজ করতে গিয়ে দেখেন ,বাড়ির পিছনে গলার নলি কাটা অবস্থায় পড়ে আছেন ওই তরুণী। এরপরেই ব্যাপক উত্তেজনা শুরু হয় গোটা এলাকায়। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে আজ বর্ধমান থানা ঘেরাও করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।


তাদের দাবি অবিলম্বে দোষীদের গ্ৰেফতার করতে হবে। দোষীরা গ্রেফতার না হলে আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের। এদিনের থানা ঘেরাও কর্মসূচিতে পুরুষদের পাশাপাশি মহিলাদেরকে দেখা যায় ,লাঠি কাস্তে নিয়ে মহিলা অংশগ্রহণ করতে। পুরুষরাও হাতে তীর ধনুক বাস লাঠি নিয়ে তারা এই থানা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code