Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রথম টি-টোয়েন্টিতে ৪৩ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ভারতের

প্রথম টি-টোয়েন্টিতে ৪৩ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ভারতের

Ind vs Sri


প্রথম টি-টোয়েন্টিতে ৪৩ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ভারতের। ভারতের নতুন কোচ-অধিনায়ক জুটির শুরুটা ভালোই হল। শ্রীলঙ্কা সফরে জয় দিয়েই নিজেদের নিজেদের ইনিংস শুরু করলেন অধিনায়ক সূর্য কুমার যাদব ও কোচ গৌতম গম্ভীর। 


টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালঙ্ক। শুরুটা ভাল করেন ভারতের দুই ওপেনার শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। গিল ৩৪ ও জয়সওয়াল ৪০ করে ফেরার পর ম্যাচের হাল ধরেন সূর্য। সঙ্গ দেন পন্থ। অধিনায়ক হিসাবে নিজের প্রথম ম্যাচেই অর্ধশতরান করেন সূর্য। ২৬ বলে ৫৮ রান করে আউট হন তিনি। ১ রানের জন্য নিজের হাফ সেঞ্চুরি হাতছাড়া হয় পন্থের। হার্দিক পাণ্ড্য (৯), রিয়ান পরাগ (৭) ও রিঙ্কু সিংহ (১) রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান তোলে ভারত। শ্রীলঙ্কার হয়ে মাথিশা পাথিরানা ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন।


জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার মেন্ডিস ও নিশাঙ্কার যুগলবন্দি কিছুটা এগিয়ে নিয়ে যায়। শ্রীলঙ্কার দুই ওপেনারের মধ্যে ৮৪ রানের জুটি হয়। সেই জুটি ভাঙেন আরশদীপ সিংহ। মেন্ডিসকে ৪৫ রানে ফেরান তিনি।  নিশাঙ্কা ৭৯ রানে আউট হন অক্ষরের বলে। কামিন্ডু মেন্ডিস ১২ ও পেরেরা ২০ রান করলেও বাকি আর কোনো ব্যাটার রান পাননি। শেষমেষ ১৯ ওভার ২ বলে ১৭০ রানে ১০ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। পরাগ ৩টি, অর্শদীপ ও অক্ষর ২টি করে এবং সিরাজ ও বিষ্ণোই ১টি করে উইকেট নেন। ৪৩ রানে জয় দিয়েই সিরিজ শুরু করলো ভারত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code