শেষ ম্যাচেও জয়, ৪-১ এ সিরিজ জয় গিলদের

Ind vs Zim


ভারত জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারলেও পরের ম্যাচগুলোতে জয় ছিনিয়ে নেয় গিলরা। গত ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া।

পঞ্চম ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে ভারত। এদিন দুর্দান্ত ইনিংস খেললেন স্যামসন। ৪৫ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। গিল ১৩, অভিষেক ১৪, পরাগ ২২, দুবে ২৬, রিঙ্কু ১১, সুন্দর ১ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মাধভেরি। মারুমনী ২৭, বেনেত ১০, মায়ার্স ৩৪, আক্রাম ২৪ রান তোলে। আর কেউই তেমন ভালো খেলতে পারেননি। ১৮ ওভার ৩ বলে ১২৫ রানে গুটিয়ে যায় পুরো জিম্বাবুয়ের টিম। ৪২ রানের দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় ভারত। বল হাতে মুকেশ কুমার ৪টি উইকেট নেন। দুটি উইকেট নেন দুবে। একটি করে উইকেট তোলেন সুন্দর, তুষার ও অভিষেক।

এদিন ম্যাচের সেরা হন দুবে। সিরিজের সেরার খেতাব পান সুন্দর।