Latest News

6/recent/ticker-posts

Ad Code

১০ উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জয় ভারতের

১০ উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জয় ভারতের

Ind vs zim


১০ উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জয় ভারতের। জিম্বাবুয়ের বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে আজ মুখোমুখি হয় ভারত। শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় জাতীয় ক্রিকেট দলে অভিষেক ঘটেছে একাধিক যুব ক্রিকেটারের। আজ অভিষেক হল তুষারের। এদিন আবেশ খানের পরিবর্তে দলে রাখা হয়েছে তুষারকে। ভারতীয় দলে আর কোনও পরিবর্তন করা হয়নি। 



টসে জিতে এদিন প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গিল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে জিম্বাবুয়ে। মাধভেরী ২৫ ও মারুমনী ৩২ রান করেন। দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক রাজা। ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। খলিল আহমেদ ২টি, তুষার, অভিষেক, সুন্দর ও দুবে একটি করে উইকেট নেন। 



জবাবে ব্যাট করতে ওপেন করেন গিল ও যশোয়াল। জিম্বাবুয়ের বোলাররা এই দুই ওপেনারের একজনকেও আউট করতে পারেননি। যশোয়ালের দুরন্ত ৯৩ ও গিলের ৫৮ রানের ইনিংসে বিনা উইকেটে ভারত জিম্বাবুয়ের স্কোর টপকে যায়।  ১০ উইকেটের এই দুরন্ত জয়ের সাথে সাথে সিরিজ ৩-১ এ এগিয়ে গেল ভারত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code