আজ ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, মহিলাদের চ্যাম্পিয়নশিপের ম্যাচ কখন, কোথায় দেখবেন?

Ind vs Pak

আজ থেকে শুরু হবে মহিলাদের এশিয়া কাপ। আর মহিলাদের এশিয়া কাপের প্রথম দিনেই মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। আজ ১৯ই জুলাই ভারত এবং পাকিস্তানের ম্যাচ রয়েছে। এ বার মেয়েদের এশিয়া কাপ পুরোটাই হবে শ্রীলঙ্কার ডাম্বুলায়। সেখানেই মুখোমুখি দুই প্রতিবেশী দেশ।

এশিয়ার সেরা আটটি দলকে নিয়ে হচ্ছে এশিয়া কাপ। এ বার আটটি দলকে ভাগ করা হয়েছে দু’টি গ্রুপে। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং নেপাল। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, তাইল্যান্ড এবং মালয়েশিয়া। পাকিস্তান বাদে ভারতের বাকি দু’টি ম্যাচে আমিরশাহির বিরুদ্ধে ২১ জুলাই এবং নেপালের বিরুদ্ধে ২৩ জুলাই।

আজ সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে ভারত-পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ। প্রথা মতো ৩০ মিনিট আগেই হবে টস। স্টার স্পোর্টস টিভি নেটওয়ার্ক ম্যাচের সরাসরি সম্প্রচার করবে পাশাপাশি ডিজনি+হটস্টারেও দেখা যাবে লাইভ স্ট্রিমিং।