Latest News

6/recent/ticker-posts

Ad Code

ট্রেন দুর্ঘটনায় আহতদের তালিকাই চাঁচলের পরিযায়ী শ্রমিক, ব্যাপক উৎকণ্ঠায় পরিবার

ট্রেন দুর্ঘটনায় আহতদের তালিকাই চাঁচলের পরিযায়ী শ্রমিক, ব্যাপক উৎকণ্ঠায় পরিবার



মঙ্গলবার ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের ১৮ টি বগি লাইনচ্যুত হয়।এখনো পাওয়া খবর পর্যন্ত এই দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।৫০ জন আহত।সেই আহতদের মধ্যেই রয়েছেন মালদার চাঁচল ১ নং ব্লকের দেবিগঞ্জ গ্রামের বাসিন্দা রাজু সেখ (৪০)।

পরিবার সূত্রে জানা গেছে কোমরে গুরুতর আঘাত রয়েছে রাজুর। স্থানীয় রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। ব্যাপক উৎকণ্ঠায় রয়েছে পরিবার।পেশায় পরিযায়ী শ্রমিক রাজু শেখ রবিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে। হাওড়া থেকে এই ট্রেনে সাওয়ার করেন তিনি।

পরিবার রয়েছে তিন কন্যা স্ত্রী এবং বৃদ্ধ বাবা মা।পরিবারের একমাত্র রোজগেরে সদস্য তিনি।কিভাবে আগামীতে তার চিকিৎসা হবে নিয়ে উৎকণ্ঠাই পরিবার। চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন পরিবারের লোকেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code