Latest News

6/recent/ticker-posts

Ad Code

পড়াশুনার চাপে কিডন্যাপিং এর গল্প ! সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে

পড়াশুনার চাপে কিডন্যাপিং এর গল্প ! সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে





দিনহাটা:

পড়াশুনার চাপে কিডন্যাপিং এর গল্প ! যা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে । এমনি ঘটনায় গতকাল রাত আনুমানিক ৮ টা থেকে দিনহাটায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। কালো সুইফট ডিজারে বাচ্চা কিডন্যাপিং এর ঘটনা মুহূর্তে ভাইরাল হয়ে যায় স্যোসাল মিডিয়ায়। 

কিন্তু দিনহাটায় বাচ্চা কিডন্যাপের ঘটনা গুজব, সাংবাদিক সম্মেলনে জানাল দিনহাটা থানার পুলিশ। শুক্রবার বিকেল তিনটে নাগাদ দিনহাটা থানায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র।

তিনি জানান গতকাল রাত আনুমানিক আটটা নাগাদ দিনহাটা শহরে বাচ্চা কিডন্যাপের ঘটনা নিয়ে তোলপাড় হয়। ষষ্ঠ শ্রেণীতে পাঠরত ওই বাচ্চাটি দাবি করে গোপালনগর এলাকা থেকে তার মুখে রুমালে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করে কিডন্যাপ করা হয়েছে। তবে পরবর্তীতে তদন্তে নেমে দিনহাটা থানার পুলিশ সংশ্লিষ্ট ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে সেরকম কিছুই পায়নি।

এরপর দিনহাটা শহরের HDFC ব্যাংক এর সামনের একটি সিসিটিভি ফুটেজ পুলিশ উদ্ধার করে, তখন দেখতে পায় ওই বাচ্চাটি নিজেই একটি ই-রিক্সা করে কোচবিহারের দিকে যাচ্ছে। তখন পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করে পুরো বিষয়টি তদন্ত করলে জানতে পারে যে অল্প কিছুদিনের মধ্যে বাচ্চাটির বিদ্যালয়ে পরীক্ষা রয়েছে, পড়াশুনা ভালো ভাবে করে উঠতে পারেনি তাই এই কিডন্যাপের ঘটনা ঘটিয়েছে সে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code