Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারের রাস্তায় সাইকেলে চেপে জনসংযোগ পার্থ প্রতিম রায়ের

কোচবিহারের রাস্তায় সাইকেলে চেপে জনসংযোগ পার্থ প্রতিম রায়ের

Partha Pratim Ray



গাড়ি নয়, কোচবিহারের রাস্তায় সাইকেলে চেপে জনসংযোগ করে বেড়ালেন কোচবিহারের প্রাক্তন সাংসদ, বর্তমান এনবিএসটিসি এর চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এবছরের একুশে জুলাইয়ের সভামঞ্চ থেকে তৃণমূল নেতাদের সহজ সরল জীবনযাপন করার পরামর্শ দিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই কোচবিহারের রাস্তায় সাইকেলে চেপে জনসংযোগ করতে দেখা গেল পার্থ প্রতিম রায়কে। 

২১শে জুলাইয়ের সভা থেকে ফিরে কোচবিহার ২ ব্লকের টাকাগাছ-রাজারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্থানে সাইকেলে চেপে সাধারণ মানুষ সহ দলীয় কর্মী সমর্থকদের সাথে দেখা করলেন পার্থ। 



তাঁর কথায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা দিয়েছেন সাইকেলে চেপে, পায়ে হেঁটে জনসংযোগ করার। ২১ শে জুলাইয়ের সমাবেশ থেকে ফিরেই আজ কোচবিহার ২ ব্লকের টাকাগাছ-রাজারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্থানে সাইকেলে চেপে সাধারণ মানুষ সহ দলীয় কর্মী সমর্থকদের সাথে দেখা ও কুশল বিনিময় করলাম। অঞ্চল সভাপতি, প্রাক্তন অঞ্চল সভাপতি সহ বেশ কয়েকজনের বাড়িতে বসে খানিকটা আলাপচারিতাও হল।


প্রসঙ্গত, রবিবার ধর্মতলায় একুশের মঞ্চ থেকে মমতা বলেন, “গাড়িতে ঘোরার চেয়েও, পায়ে হেঁটে ঘোরা ভাল। বড় বড় গাড়ির থেকে সাইকেলে, স্কুটারে ঘোরা ভাল।” মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, “তৃণমূল কংগ্রেস সেবার মঞ্চ। আমি বিত্তবান চাই না, বিবেকবান মানুষকে চাই।” 



এভাবে সাইকেল চেপে নেতাকে ঘুরে বেড়াতে দেখে অনেকেই খুশি। যদিও বিরোধীরা "নাটক" বলে কটাক্ষ করেছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code