Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাংলায় তৃণমূলের ভালো ফল, আনন্দে লাড্ডু ও সবুজ আবিরে মাতলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন

বাংলায় তৃণমূলের ভালো ফল, আনন্দে লাড্ডু ও সবুজ আবিরে মাতলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন

tmc


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলায় ব্যাপক পরিমাণে তৃণমূলের জয়ের আনন্দে শুক্রবার লাড্ডু এবং সবুজ আবিরে মাতলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। এদিন তারা বর্ধমান সি এম এইচ ও অফিসের কাজের ফাঁকে অফিস চত্বরে লাড্ডু এবং সবুজ আবির নিয়ে জয়ের আনন্দ উপভোগ করেন।



রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের পক্ষে বিশ্বজিৎ সাঁই বলেন শুধু পশ্চিম বাংলা নয় গোটা দেশের মানুষ এই ফ্যাসিবাদী এক নায়ক তন্ত্র মেনে নিতে পারেনি তাই বাংলার পাশাপাশি দেশের সকল মানুষ তাদেল রায়হানের মধ্যদিয়ে পরিবর্তন করে সর্ব দলীয় করেছেন।এই খুশিতেই আজকের এই আবির খেলা বলে জানিয়েছেন বিশ্বজিৎ বাবু।




লোকসভা নির্বাচনে গোটা দেশের পাশাপাশি পশ্চিম বাংলাতেও ব্যাপক পরিমাণে জয়লাভ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।আর রাজ্যে শাসক দল জয়লাভ করাতে রাজ্যের সর্বত্রই শাসকদলের নেতা কর্মীদের পাশাপাশি পশ্চিম বঙ্গ রাজ্য সরকারী কর্মচারীরাও লাড্ডু আবির নিয়ে জয়ের উল্লাসে মেতেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code