বিজেপি জেলা সভাপতির পদত্যাগ পত্র ভাইরাল, চাঞ্চল্য জেলা জুড়ে

BJP


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

বিজেপি জেলা সভাপতির পদত্যাগ পত্রের ভাইরাল কপি ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানে। যদিও এই চিঠির বিষয় ফেক বলে জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির পূর্ব বর্ধমান জেলার সাংগঠনিক সভাপতি অভিজিৎ তা।




বিজেপির রাজ্য নেতৃত্বকে দেওয়া বিজেপির জেলা সভাপতির এই চিঠি ভাইরাল হয়েছে। বিজেপির জেলা সভাপতির ভাইরাল এই চিঠি ঘিরে ইতিমধ্যেই ব্যাপক শোরগোল পড়েছে শহর এবং জেলা বিজেপি নেতা নেত্রী দের মধ্যে। তবে রাজ্য নেতৃত্বকে দেওয়া এই ভাইরাল চিঠি ফেক বলে দাবী করেন ভারতীয় জনতা পার্টির জেলা সাংগঠনিক সভাপতি অভিজিৎ তা। 



অভিজিৎ তা বলেন এটি একটি ফেক চিঠি। বিজেপির নেতা কর্মীদের মনোবল ভাঙার জন্য এটা করেছে। ভাইরাল চিঠিতে যে স্বাক্ষর আছে তা অন্য চিঠির স্বাক্ষর কপি করা হয়েছে বলে জানান তিনি। এবং একটি পুরোনো প্যাডের পাতায় এডিট করা হয়েছে। প্যাডের পাতার রেফারেন্স নাম্বারটিও অতি পুরাতন বলে জানান অভিজিৎ তা।



ভাইরাল হওয়া গত ৫ই জুন রাজ্য নেতৃত্বকে দেওয়া চিঠির পাতায় লেখা আছে আমি অভিজিৎ তা, বর্ধমান-দুর্গাপুর জেলা সভাপতি। আমি সাংগঠনিক নেতা হিসেবে অযোগ্য এবং দলকে দুইবার জিততে পারিনি। তাই নৈতিক দায়িত্ব নিয়ে দলের জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি।