Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুর্নীতি! বিশ্বভারতী কোঅপারেটিভ ব্যাংকে গ্রাহক ও লগ্নিকারীদের বিক্ষোভ

দুর্নীতি! বিশ্বভারতী কোঅপারেটিভ ব্যাংকে গ্রাহক ও লগ্নিকারীদের বিক্ষোভ

Biswabharati Cooperative Bank


স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে প্রাণ প্রতিষ্ঠা হওয়া বিশ্বভারতীর সমবায় ব্যাংক এখন দুর্নীতির আতুর ঘর। বহুদিন যাবত নির্বাচন হচ্ছে না, গ্রাহকরা পাচ্ছেন না সুষ্ঠ পরিষেবা, লগ্নীকারীরা লভ্যাংশ থেকে বঞ্চিত। গুরুতর এই অভিযোগ কে সামনে রেখে সমবায় ব্যাংক বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন গ্রাহক ও লগ্নিকারীরা। বিশ্বভারতীর একসময়ের ছাত্রনেতা ভ্রমর ভান্ডারীর নেতৃত্বে এই আন্দোলনকে ঘিরে অশান্ত কবিগুরুর শান্তিনিকেতন। 


গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে ১৯২৭ সালে বিশ্বভারতীতে পথ চলা শুরু করে সমবায় ব্যাংক। ব্যাংকে অধিকাংশ গ্রাহক বিশ্বভারতীর কর্মী, আধিকারিক, অধ্যাপকরা। ঋণ থেকে শুরু করে ইনভেস্টমেন্ট সবটাই রয়েছে এখানে। অথচ দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে। নির্বাচন বন্ধ, গ্রাহকরা ন্যায্য পরিষেবা থেকে বঞ্চিত। যারা লগ্নি করেছেন প্রাপ্য লভ্যাংশ পাচ্ছেন না, আবেদন করেও মিলছে না ঋণ। 


এধরনের নানান অভিযোগ তুলে বিশ্বভারতীর কো-অপারেটিভ সমবায় ব্যাংকে বিক্ষোভ দেখান গ্রাহকরা। খুব স্বাভাবিকভাবেই বিশ্বভারতীর কর্মী, আধিকারিক, মাস্টারমশাইদের এই বিক্ষোভ কে ঘিরে অশান্ত হয়ে ওঠে বিশ্বভারতী।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code