রাস্তা তৈরি নিয়ে ঝামেলার জেরে দুই পরিবারের সংঘর্ষ, প্রাণ হারালেন এক বৃদ্ধ 

Family clash


লালগোলা:

রাস্তা তৈরি নিয়ে ঝামেলার জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ।আর সেই সংঘর্ষেই ইটের আঘাতে প্রাণ গেল এক বৃদ্ধের।বুধবার সকালে ঘটনাটি ঘটেছে লালগোলা থানার জোতভিকুন এলাকায়। মৃতের নাম সাকমাল সেখ।

জানা যায়,বুধবার সকালে এলাকায় রাস্তা তৈরি করা নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা বাধে।এরপর তা চরম আকার ধারণ করে। একপর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেধে যায়।ইট,পাথর ছোড়াছুড়ি শুরু হয়ে যায়।আর তখনই সাকমাল সেখ নামে এক বৃদ্ধের বুকে ইটের আঘাত লাগে।এরফলে সে মাটিতে লুটিয়ে পড়ে।এরপর তড়িঘড়ি ওই বৃদ্ধকে ভগবানগোলার কানাপুকুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।


তবে হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় ওই বৃদ্ধ মারা যায়।পরবর্তীতে লালগোলা থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং ময়নাতদন্তে পাঠানোর পক্রিয়া শুরু করে।পুলিস পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।