T20 World Cup 1st Match USA vs CAN: কানাডাকে হারিয়ে জয় দিয়েই বিশ্বকাপ শুরু ইউনাইটেড স্টেটসের

USA vs CAN

Sangbad Ekalavya Web Desk: 

শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপ। ২রা জুন ভারতীয় সময় মধ্যরাত ১২টা ৩০ মিনিটে ইউনাইটেড স্টেটসের গ্র্যান্ড প্রিরিয়ে স্টেডিয়ামে বল গড়ায়। এই ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউএসএ ও কানাডা। ইউনাইটেড স্টেটস টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রানের স্কোর গড়ে কানাডা। অ্যারন জনসন ২৩, নভনীত ধালিওয়াল ৬১, নিকোলাস কির্টোন ৫১, শ্রেয়স মোভ্ভা এর ৩২ রানের ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউনাইটেড স্টেটসের হয়ে একটি করে উইকেট তোলে আন্ডারসন, হরমিত সিং ও আলি খান।

জবাবে ব্যাট করতে নেমে ১৮ তম ওভারের চতুর্থ বলেই লক্ষ্য অতিক্রম করে জয় দিয়েই টি২০ বিশ্বকাপের যাত্রা শুরু করে ইউনাইটেড স্টেটস। শুরুতে টেইলর খালি হাতে ফিরতেই কিছু চাপে পড়ে গেলেও মৈনাক প্যাটেল ও আন্দ্রিস গুসের ইনিংস এগিয়ে নিয়ে যায় ইউএসএকে। মৈনাক করে ১৬, আন্দ্রিস করে ৬৫। বাকি খেলাটা খেলে অ্যারন জোন্স। ৪০ বলে ৯৪ রান করেন তিনি। অপরাজিত থেকে দলকে ৭ উইকেটে জয় এনে দেয় অ্যারন।