T20 World Cup 2024: বিশ্বকাপের আসরে কবে মুখোমুখি ভারত-পাকিস্তান, কোথায়, কখন দেখবেন ম্যাচ?
এবছর মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসেছে টি২০ বিশ্বকাপের আসর। ৫ই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ সফর শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। আইসিসি ইভেন্টে আগাগোড়া ভারত-পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দিকে তাকিয়ে থাকে গোটা ক্রিকেট বিশ্ব। আগামী ৯ জুন বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান।
৯ই জুন নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের দল মুখোমুখি হবে আইসিসি টি২০ বিশ্বকাপের ম্যাচে। ভারতীয় সময় রাত্রি ৮টায় শুরু হবে এই ম্যাচ। আপাতত এই একটি মাত্র ম্যাচেই মুখোমুখি হবে দুই দল আর এই দুই দলের খেলার মাঠের লড়াই দেখতে প্রস্তুত সারা ক্রিকেট দুনিয়া।
জানা যাচ্ছে, বিশ্বকাপের আসরে যে ম্যাচ গুলো অনুষ্ঠিত হচ্ছে সেগুলি ভারতে স্টার স্পোর্টস থেকে দেখা যাবে পাশাপাশি ডিজনি+হটস্টারেও দেখা যাবে খেলা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ জুন মুখোমুখি ভারত এবং পাকিস্তান। এই ম্যাচ ঘিরে আগ্রহ রয়েছে সমর্থকদের।
তবে, এই মেগা ইভেন্টে ফের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে রোহিত ও বাবরদের। কীভাবে? জানতে ক্লিক করুন
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊