T20 World Cup 2024: আজ থেকে শুরু বিশ্বকাপ, কোন কোন চ্যানেল ও অ্যাপে দেখা যাবে খেলা?
আজ ২রা জুন। আজ থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপ ঘিরে ক্রিকেট দুনিয়ায় বেশ উন্মাদনা। এবছর এই মেগা টুর্নামেন্টের আসর বসেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এবছর ২০টি দল রয়েছে বিশ্বকাপে। কোন কোন টিভি চ্যানেল ও অ্যাপে দেখা যাবে এই ম্যাচ? জেনে নিন আর উপভোগ করুন বিশ্বকাপের ম্যাচ।
জানা যাচ্ছে, বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রে খেলা দেখা যাবে উইলো টিভিতে। এছাড়াও ক্রিকবাজের ওয়েবসাইট ও উইলো অ্যাপের ম্যাধমেও খেলা দেখার সুযোগ পাবে যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকরা।
যুক্তরাজ্য ও নর্দান আয়ারল্যান্ডে দেখা যাবে স্কাই স্পোর্টস টিভি ও অ্যাপে।
বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল হল অস্ট্রেলিয়া। অবাক করা বিষয় হল এই দেশের কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না খেলা। তবে প্রাইম ভিডিওর ওয়েবসাইট ও অ্যাপে দেখা যাবে খেলা।
বিশ্বকাপের মূল আয়োজক ওয়েস্ট ইন্ডিজে খেলা ইএসপিএন ক্যারাবিয়ানের তিনটি চ্যানেল, অ্যাপ ও ওয়েবসাইট।
ভারতে স্টার স্পোর্টসের ও হটস্টারে খেলা দেখা যাবে।
পাকিস্তানে পিটিভি ও টেন স্পোর্টসের পাশাপাশি মাইকো-তামাশা অ্যাপেও দেখা যাবে খেলা।
শ্রীলঙ্কায় দেখা যাবে টিভি ওয়ান, সিরাসা ও শক্তি টিভিতে।
বাংলাদেশে খেলা দেখা যাবে নাগরিক টেলিভিশনে। এছাড়াও অনলাইনে টফি অ্যাপে দেখা যাবে খেলা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊