T20 WC, IND vs PAK: লজ্জার ব্যাটিং, বোলারদের দাপটে পাকিস্তানকে হারালো ভারত
বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান টান টান উত্তেজনার ম্যাচে জয় ছিনিয়ে নিল ভারত। এদিন নিউইয়র্কে টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। খেলা শুরুর পরেই বৃষ্টির জেরে কিছুক্ষন বন্ধ থাকে খেলা। কিন্তু তারপর ভারতীয় ব্যাটারদের লজ্জার ব্যাটিং। লো-স্কোরিং ম্যাচে বোলারদের দাপট ও দুরন্ত ফিল্ডিং ভারতকে জিতিয়ে দিল পাকিস্তানের বিরুদ্ধে।
প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১১৯-এ অলআউট হয়ে যায় ভারতীয় ক্রিকেট টিম। পন্থ ৪২, অক্ষর ২০ ও রোহিতের ১৩ রানেই ভর করে এই রান তোলে ভারত। আর কোনো ভারতীয় ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। পাকিস্তানের হয়ে রউফ ও নাসিম তিনটি করে উইকেট পান। দুটি উইকেট নেন আমির। একটি উইকেট পান আফ্রিদি।
জবাবে ব্যাট করতে নেমে রিজুয়ান ৩১, বাবর ১৩, উসমান ১৩, ফকর ১৩, ইমাদ ১৫ ও নাসিম ১০ রান তোলে। আর কেউ দু অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। এদিন ভারতীয় বোলারদের দাপট দেখলো নিউইয়র্ক। বুমরাহ ৩টি, হার্দিক ২টি উইকেট নেন। অক্ষর ও অর্শদীপ ১টি উইকেট নেয়। উইকেট না পেলেও ভালো বল করেন সিরাজ ও জাদেজাও। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৩ রানে আটকে যায় পাকিস্তান। ৬ রানে জয় ভারতের। দুই ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ভারত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊