টি২০ বিশ্বকাপে দুবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান, কবে এবং কীভাবে?

Ind vs pak


৯ই জুন মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। আর সেই ম্যাচের দিকে তাকিয়ে গোটা ক্রিকেট দুনিয়া। প্রশ্ন হল বিশ্বকাপের মঞ্চে তাহলে কি একবারই মুখোমুখি হবে দুই দল? নাকি আরও সুযোগ আছে? সুযোগ আছে। যদি মিলে যায় হিসেব নিকেষ।

এবছর একই গ্রুপে আছে দুই দল। এই গ্রুপে এক ও দুই অবস্থানে থেকে দুই দল যদি সুপার এইটে যায় তবে সুপার এইটে আলাদা আলাদা গ্রুপে চলে যাবে দুই দলই। সুপার এইট থেকে আইসিসি নিয়ম অনুযায়ী সুপার এইট পর্বে দুই গ্রুপের লিগ চ্যাম্পিয়নরা অপর গ্রুপের রানার্সদের সঙ্গে সেমিফাইনাল খেলবে। ফলে ভারত যদি নিজের গ্রুপের চ্যাম্পিয়ন হয় সুপার এইটে আর পাকিস্তান যদি অপর গ্রুপের রানার্স হয় বা যদি ঠিক তার উল্টোটা হয় তাহলে ফের সেমি ফাইনালে মুখোমুখি হতে পারে ভারত পাকিস্তান। সেই ম্যাচ হবে ২৬শে জুন।

আবার যদি দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয় তবে কি হবে? সুপার এইটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ভারত-পাক শেষ চারের লড়াই জিতলে মেগা ফাইনালে দেখা হবে দুই দেশকে। সেই ম্যাচ হবে ২৯ জুন। অতএব এ বারের বিশ্বকাপেও দু’বার ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।