ফুটলো না পদ্ম, নেই হাতও, সিকিমে দ্বিতীয়বার সরকার গঠন করছে দুর্নীতির দায়ে জেলে যাওয়া পিএস গোলের SKM
৩২ আসনের সিকিম বিধানসভা ৫৮ শতাংশেরও বেশি ভোট পেয়ে ৩১টি আসনে জিতেছে সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম)। টানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন দুর্নীতির দায়ে জেলের সাজা থেকে বিধায়ক পদ খোয়ানো প্রেম সিংহ তামাং ওরফে পিএস গোল। উল্লেখযোগ্যভাবে দুই সর্বভারতীয় দল বিজেপি এবং কংগ্রেস একটি আসনেও জয় পায়নি।
জানা যাচ্ছে সিকিমে ৩২টি আসনের মধ্যে ৩১টি আসনই পেয়েছে এসকেএম। বিজেপি ১টি আসনও পায়নি। এটা ৫ বছরের কাজের জয় বলে জানালেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। এদিকে ভোটে অক্লান্ত পরিশ্রমের জন্য সিকিমের বিজেপি নেতা-কর্মী ও সমর্থকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সিকিমের রেনক আসন থেকে প্রতিদ্বন্দ্বী এসডিএফের প্রার্থীর সঙ্গে ৭০৪৪ ভোটের ব্যবধানে জয়ী হলেন মুখ্যমন্ত্রী তথা এসকেএম প্রার্থী প্রেম সিং তামাং। টানা দ্বিতীয়বার সিকিমের মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি। দুর্নীতির দায়ে জেলের সাজা হয়েছিল। হারিয়েছিলেন বিধায়ক পদ। সেই প্রেম সিংহ তামাং ওরফে পিএস গোলের দল সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম)-ই টানা দ্বিতীয় জয় পেল সিকিমের বিধানসভা নির্বাচনে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊