অরুনাচলে গেরুয়া ঝড়, বিধানসভা ভোটে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে জিতল বিজেপি
অরুনাচল বিধানসভায় গেরুয়া ঝড়। নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে জিতল বিজেপি। ৬০ আসনের অরুণাচল বিধানসভায় গত ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের সাথে সাথে হয়েছিল বিধানসভা নির্বাচনের ভোট গ্রহন। আজ রবিবার শুধুমাত্র বিধানসভা ভোটের গণনা হল। অরুণাচল এবং সিকিমে লোকসভা ভোটের গণনা হবে আগামী মঙ্গলবার (৪ জুন) দেশের বাকি অংশের সঙ্গেই। আজ বিধানসভার ফলে কার্যত গেরুয়া ঝড় দেখলো অরুনাচল।
মোট ৬০টই বিধানসভা অরুনাচলে। ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়েছে বিজেপি। বাকি ৫০টি আসনের ৩৬টি আসনে জয় পেল বিজেপি। সব মিলিয়ে ৬০ টি বিধানসভা আসনের ৪৬টি আসন বিজেপির ঝুলিতে। পাঁচটিতে জিতেছেন পড়শি রাজ্য মেঘালয়ের শাসকদল ‘ন্যাশনাল পিপলস্ পার্টি’ (এনপিপি) প্রার্থীরা। এনসিপি ৩, পিপলস্ পার্টি অফ অরুণাচল (পিপিএ) দু’টি এবং কংগ্রেস একটি আসনে জিতেছে। নির্দল প্রার্থীরা জিতেছেন তিনটি।
বিজেপি সূত্রে খবর, পেমা খান্ডু মুখ্যমন্ত্রী হতে চলেছেন অরুনাচলের। ২০১৪-র বিধানসভা ভোটে জিতে অরুণাচলে কংগ্রেস সরকার গঠন করলেও পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু অধিকাংশ বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০১৯-এর ভোটে সেখানে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছিল পদ্মশিবির।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊