Rahul Gandhi: রায়বরেলিতে মায়ের রেকর্ড ভেঙে জয় রাহুলের
রায়বরেলিতে মায়ের রেকর্ড ভাঙলেন ছেলে। জয় পেল তৃতীয় প্রজন্ম। জয়ী হলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। গান্ধী পরিবারের তৃতীয় প্রজন্ম । ৪ লক্ষের বেশি ভোটের(Lok Sabha Election 2024 Result) ব্যবধানে জিতলেন রাহুল। তারপরে কাছে হারলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীনেশ প্রতাপ সিং। এমনকী গণনার মাঝেই হার স্বীকার করেন বিজেপি প্রার্থী। নেহরু, ইন্দিরা, সোনিয়ার পর রাহুলকেও জয়ের স্বাদ দিল এই লোকসভা আসনে। সাই নদীর তীরের বাসিন্দারা সাদরে বরণ করে নিল রাহুলকে। এমনকী সোনিয়া গান্ধীর চেয়েও বড় ব্যাবধনে জিতলেন রাহুল।
রায়বরেলি সোনিয়া গান্ধীকে জিতিয়েছে টানা ৫ বার। ২০০৪, ২০০৬ (উপনির্বাচন), ২০০৯, ২০১৪, ২০১৯। আর এবার শুধু বদলে গিয়েছে কংগ্রেসের মুখ। বয়সজনিত কারণে প্রচারের ধাক্কা নিতে না পারায় সোনিয়ার ছাড়া সেই সিটে দাঁড়ায় রাহুল। আর সিটে রেকর্ড ভোটে জয়ী হলেন তিনি। ২০১৯ এ সোনিয়া বিজেপির দীনেশ প্রতাপ সিংকে ১, ৬৭,১৭৮ ভোটে হারিয়ে জয়ী হন। এবার রাহুল জয়ী হলেন ৪ লক্ষের বেশি ভোটে।
১৯৫২ থেকে ২০ বারের মধ্যে ১৭ বার এই আসনে জয়ী হয়েছে কংগ্রেস। ১৯৫২, ১৯৫৭-য় ফিরোজ গান্ধী। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্বামী। ইন্দিরা স্বয়ং জেতেন তিনবার। ১৯৮০-র উপনির্বাচন, ১৯৮৪-তে সেখানে জয়ী হন জওহরলাল নেহরুর নাতি অরুণ নেহরু। ১৯৮৯, ১৯৯১ এ জেতেন শীলা কউল। শীলা ওই পরিবারের আত্মীয়। ১৯৬২ আর ৯৯-এ শুধু এই আসনে গান্ধী পরিবারের কেউই দাঁড়ায়নি। আর ১৯৭৭-এ এই আসনে ধাক্কা খায় কংগ্রেস। ৫৫ হাজারের বেশি ভোটে হারেন ইন্দিরা। ইন্দিরাকে হারিয়ে ইন্দ্রপতন ঘটান রাজনারায়ণ। তৎকালীন বিরোধীরা এক ছাতার নীচে জড়ো হয়ে জনতা পার্টি গঠন করেন। তাঁদেরই প্রার্থী ছিলেন রাজনারায়ণ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊