Loksabha Election 2024: জয়ের হ্যাটট্রিক, বারাণসীতে দেড় লক্ষ ভোটে জয়ী মোদি
বারাণসী লোকসভা আসন থেকে 152513 ভোট পেয়ে বারাণসী থেকে সাংসদ হন প্রধানমন্ত্রী মোদী। সারা বারাণসী জুড়ে প্রধানমন্ত্রীর জয় উদযাপন করা হচ্ছে। বিজেপি কর্মীদের ঢোল নিয়ে নাচতে দেখা যায়।
৪০০ পার না হলেও বারণসীর আসন ধরে রাখলেন নরেন্দ্র মোদী। বারাণসীর আসনে ১,৫২,৫১৩ ভোটে জিতলেন নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে মোট ৬,১২,৯৭০ ভোট পেয়েছেন নরেন্দ্র মোদী।
এই আসনে তাঁর বিপরীতে প্রার্থী ছিলেন কংগ্রেসের অজয় রাই। তিনি ৪,৬০,৪৫৭ ভোট পেয়েছেন। ভোটের আগে 'আব কি বার ৪০০ পার' স্লোগানে শান দিয়েছিল বিজেপি কিন্তু সেই স্লোগান যে এভাবে চূর্ণ বিচূর্ণ হবে তা কে জানতো।
আজ কার্যত গণতান্ত্রিক শক্তি আরও একবার দেখিয়ে দিল কোনো স্লোগান কিংবা বুথ ফেরৎ সমীক্ষা কোনোটাই জায়গা নেই বাস্তবের দুনিয়ায়। এই নিয়ে টানা তৃতীয়বার বারাণসী কেন্দ্রে জয়ী হলেন নরেন্দ্র মোদী।
উত্তর প্রদেশের ৮০ টি লোকসভা কেন্দ্রের মধ্যে বারাণসী হল একটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা দুইবার নির্বাচনী এলাকা থেকে জিতেছেন - ২০১৪, ২০১৯ এবং ২০২৪ লোকসভা নির্বাচন-এর জন্যও বিজেপির প্রার্থী হয়ে লড়াই করলেন আর জিতলেনও ৷ তিনি কংগ্রেস মনোনীত অজয় রাই এবং বিএসপি প্রার্থী আথার জামাল লারির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊