বৃক্ষরোপণ-এর মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালনের বার্তা নিগমানন্দ মর্নিং ইউনিটের

Morning unit


অনুপম মোদক, নিগমনগর:

৫ - ই জুন বুধবার সকালে কোচবিহার জেলার দিনহাটা ১ নং ব্লকের দিনহাটা ভিলেজ ২ নং গ্রাম পঞ্চায়েতের নিগম নগর এলাকায় নিগমানন্দ মর্নিং ইউনিট সংগঠনের সকল সদস্যদের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও ছোট্ট আলোচনা সভাও করা হয়।

আলোচনায় সভায় স্বাগত ভাষণ দেন মর্নিং ইউনিটের সভাপতি শিরীষ বর্মন। বিশ্ব পরিবেশ দিবসের উপলক্ষ্যে মানুষকে পরিবেশ সচেতন করার পাশাপাশি সদস্য মধ্যে চারা বিলি করার সঙ্গে সঙ্গে বিদ্যালয় মাঠে এবং নিগমানন্দ সারস্বত আশ্রমে বৃক্ষ রোপনেও মেতেছেন তারা।

বিদ্যালয়ের এনসিসি ইউনিটের পক্ষে সীমান্ত বর্মনের হাতে সংগঠনের পক্ষ থেকে কিছু চারা গাছ তুলে দেন মর্নিং ইউনিট সংগঠনের উপদেষ্টা কৃষ্ণ কান্ত ভৌমিক ।




নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সেই অনুষ্ঠানের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন নিগমানন্দ সারস্বত আশ্রমের অধ্যক্ষ স্বামী শ্রীমৎ জগদানন্দ সরস্বতী মহারাজ , বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সন্তোষ বর্মন এছাড়াও বিশিষ্ট সমাজসেবীবৃন্দ থেকে শুরু করে সংগঠনের সদস্য মেঘনাথ রায়, প্রণয় রায় , বিপুল বর্মন পঙ্কজ বর্মন ছাড়াও সকল সদস্যবৃন্দ।

উক্ত সংগঠনের কর্মসূচিকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে প্রবল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যায় ।

বৃক্ষরোপণ-এর মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালনের বার্তা নিগমানন্দ মর্নিং ইউনিটের

Posted by Sangbad Ekalavya on Wednesday, June 5, 2024