Modi Ka Parivar: স্যোসাল মিডিয়া থেকে ‘মোদি কা পরিবার’ লেখা সরিয়ে ফেলতে বললেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী ! 

pm modi



'পরিবার’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) কটাক্ষ করে আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) বলেছিলেন, মোদীর নিজের কোন পরিবার নেই। লালুর সেই মন্তব্যের জবাবে আসরে নেমেছিল বিজেপি (BJP)। অমিত শাহ, জেপি নাড্ডা থেকে শুরু করে নির্মলা সীতারামন, স্মৃতি ইরানি, দেবেন্দ্র ফড়নবিশরা সমাজমাধ্যমে 'প্রতিবাদ' শুরু করেন। নিজেদের এক্স হ্যান্ডেলের নামের পাশে তাঁরা জুড়েছিলেন 'মোদী কা পরিবার' (Modi Ka Parivar)। বিজেপি নেতৃত্বের পাশাপাশি দলীয় কর্মী এবং সমর্থকেরাও সোশ্যাল হ্যান্ডেলে নিজেদের 'মোদীর পরিবার' বলে উল্লেখ করে প্রতিবাদে সামিল হয়েছিলেন। কিন্তু এবার মোদিই সকলের কাছে আর্জি জানালেন, তা সরিয়ে ফেলতে। কিন্তু কেন?


PM মোদি X-এ পোস্ট করেছেন-"নির্বাচনী প্রচারের মাধ্যমে, ভারত জুড়ে লোকেরা আমার প্রতি স্নেহের চিহ্ন হিসাবে তাদের সোশ্যাল মিডিয়াতে 'মোদি কা পরিবার' যুক্ত করেছে। আমি এর থেকে অনেক শক্তি পেয়েছি।"


এর পরই তিনি লেখেন, ‘আপনার এবার আপনাদের সোশাল মিডিয়া থেকে ‘মোদি কা পরিবার’ লেখাটা সরিয়ে দিতে পারেন। এই ডিসপ্লে বদলে গেলেও ভারতের উন্নতির জন্য এক পরিবার হিসেবে আমাদের বন্ধন দৃঢ় ও অভঙ্গুর হয়ে থাকবে।’


প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও ঠিক একই ধাঁচে ট্রেন্ড শুরু করেছিল বিজেপি। যেখানে লেখা হয়েছিল, ‘ম্যায় ভি চৌকিদার।’ বিজেপি নেতাদের পাশাপাশি বিজেপির কর্মী-সমর্থকদেরও সোশাল মিডিয়ায় লিখতে দেখা যায়, ‘ম্যায় ভি চৌকিদার।’ ২০২৪-এ একইভাবে বিজেপির অস্ত্র হয়ে উঠেছিল ‘মোদি কা পরিবার’।