Latest News

6/recent/ticker-posts

Ad Code

Loksabha Election 2024 Repoll: দুই কেন্দ্রের দুই বুথে আগামীকাল পুনর্নির্বাচন, কোথায় কোথায়?

দুই কেন্দ্রের দুই বুথে আগামীকাল পুনর্নির্বাচন, কোথায় কোথায়?

Loksabha election repoll


আবারও নির্বাচন রাজ্যের দুই কেন্দ্র বারাসাত এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের দু'টি বুথে। মথুরাপুর কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপের ২৬ নম্বর বুথ এবং বারাসাত লোকসভার অন্তর্গত দেগঙ্গার ৬১ নম্বর বুথ আগামীকাল নির্বাচন। আগামীকাল সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত হবে পুনর্নির্বাচন।

সপ্তম তথা শেষ দফায় নির্বাচন ছিল বারাসাত এবং মথুরাপুর লোকসভা কেন্দ্র। নির্বাচন কমিশনের স্ক্রুটিনির সময় এই দুই লোকসভা কেন্দ্রের দুই বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত হয়। নির্বাচন চলাকালীন সেখানে ছাপ্পা এবং ভুয়ো ভোটিংয়ের অভিযোগ তুলেছিল বিজেপি। দুপুর দেড়টা থেকে সেখানে ভুয়ো এবং ছাপ্পাভোট শুরু হয় বলে অভিযোগ তোলে বিজেপি। পরবর্তীতে নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখে পুনর্নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহন করেছে।

প্রসঙ্গত, শনিবার সপ্তম দফায় ভোটগ্রহণ শেষের পরই ডায়মন্ড হারবার-সহ ৩০০-র বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছিল বিজেপি। আগামী ৪ জুন ভোটগণনা, তার আগে কাল পুনরায় ভোটগ্রহণ দুই বুথে। এদিকে ফল ঘোষনার পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী এমনটাই খবর। আগামী ৬ জুন পর্যন্ত রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code